Ajker Patrika

সড়কের মাটি ইটভাটায় ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩: ০৬
সড়কের মাটি ইটভাটায় ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

ঢাকার ধামরাইয়ে আঞ্চলিক সড়কের পাশ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে ইটভাটায়। এতে ঝুঁকিতে রয়েছে সড়কসহ বিদ্যুতে খুঁটি। উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কালামপুর-জালসা-কাউয়ালিপাড়া আঞ্চলিক সড়কের জালসা এলাকায় এ ঘটনা ঘটেছে। যে কোনো সময় বিদ্যুতের খুঁটি উপড়ে কিংবা সড়ক ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, উপজেলার কালামপুর হয়ে জালসা কাউয়ালিপাড়া আঞ্চলিক সড়কের জালসা এলাকায় সড়কের পাশেই গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদেরের এসএসবি ব্রিকস নামের একটি ইট ভাটা রয়েছে। তিনি সড়কের কিনার পর্যন্ত মাটি কেটে নিয়েছেন। এভাবে মাটি ঝুঁকিতে রয়েছে উচ্চ ভোল্টেজের বিদ্যুতের খুঁটি। খুঁটির চারপাশের মাটি কেটে ইট তৈরি করছেন আব্দুল কাদেরের ভাটার লোকজন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আব্দুল কাদেরের ভাটার লোকদের মাটি দিয়ে কাটা জায়গা ভরাটের নির্দেশ দেওয়া হয়। এরপর গতকাল শুক্রবার ট্রাকে করে সেখানে মাটি ফেলা হয়েছে। তবে তা কেটে নেওয়া মাটির তুলনায় নগণ্য।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‘কেউ এ ব্যাপারে মুখ খুলবেন না। কারণ আব্দুল কাদের গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ধরাকে সরা জ্ঞান করছেন। তাই এমন কাজ করতে পারলেন। কয়েক দিন আগেই কাওয়ালীপাড়া সড়কে একজনে মৃত্যু হয়েছে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে।’

অভিযোগের বিষয়ে মো. আব্দুল কাদের বলেন, ‘আমার ইটভাটার জন্য যখন ওই জাগায় মাটি ফেলেছি, তখনো রাস্তার কোনো মাটি ছিল না সেখানে। আমি মাটি ফেলার পরই বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। আর আমার ভাটার ভেকুর (এক্সেভেটর) ড্রাইভার মাটি কাটতে গিয়ে একটু বেশি কেটে ফেলছে।’

কাদের বলেন, ‘রোডস অ্যান্ড হাইওয়ে থেকে আমার এক বড় ভাই ও পল্লি বিদ্যুৎ থেকে লোক আসছিল। তারা এসে দেখে এখানে মাটি দিয়ে ভরাট করতে বলেছেন। আর আমার ইটভাটার জন্য মাটি আসবে সে মাটি এখানেই জমা হয়ে আগের মতো হয়ে যাবে।’

ধামরাইয়ের কুশুরা পল্লী বিদ্যুতের এজিএম সিজান আহম্মেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ভাটার লোকদের ডেকে আনা হয়েছিল। দুই একদিনের মধ্যে তাঁরা খুঁটির গোড়ায় মাটি দিয়ে ঠিক করে দেবেন।’

সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আরাফাত সাকলাইন বলেন, ‘ঘটনাটি জানার পর সেখানে গিয়ে ভাটার মালিকের সঙ্গে কথা হয়েছে। সেখানে আবার মাটি দিয়ে ভরাট করে দেবে। যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত