Ajker Patrika

ছেলে থাকেন ঢাকার ফ্ল্যাটে ছাপরায় ধুঁকছেন অন্ধ মা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৫: ২৭
ছেলে থাকেন ঢাকার ফ্ল্যাটে ছাপরায় ধুঁকছেন অন্ধ মা

ছিলেন সমাজসেবী। শত শত অসহায় নারীকে সাহায্য করেছেন। অফিসে অফিসে ঘুরে বিধবা, বয়স্ক ও স্বামী পরিত্যক্তা ভাতার কার্ড করে দিয়েছেন। অথচ আজ মোরশেদা খানম পিংকুল (৬০) নিজেই অবহেলিত।

ছোট ছেলে সুহাদ হোসেন খান (৩৫) হাউজিং ইলেকট্রিক ঠিকাদার। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার ফার্মগেটে ফ্ল্যাট বাসায় থাকেন। মা মোরশেদা খানমের খোঁজ নেন না আট বছর। দীর্ঘদিন নানা অসুখে ভোগায় এখন তিনি অন্ধ। চিকিৎসার অভাবে হাঁটতেও পারেন না।

যমুনায় বাড়িঘর হারিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরজাজুরিয়া গ্রামের প্রয়াত মুনা খানের স্ত্রী লাইলী খানম বাড়ির পাশের পতিত জায়গায় থাকেন। চলতি মাসের শীতের প্রকোপ তাঁর কষ্ট যেন আরও বাড়িয়েছে। কয়েক দিন আগে এলাকাবাসী সেখানে ছয়টি টিন দিয়ে একটি ছাপরা তুলে দেন। সে ছাপরার তিন দিকে বেড়া থাকলেও সামনের অংশে বেড়া, দরজা ও জানালা নেই। ফলে সামনের অংশে পলিথিন টানিয়ে রাখা হয়েছে।

এদিকে লাইলী খানম নিজেই দুবেলা পেটপুরে খেতে পান না। তাঁর দিনমজুর ছেলের সংসারে পাঁচ সদস্য। তারপরও তিনি মোরশেদা খানমের দেখভাল করেন। এ বিষয়ে লাইলী খানম বলেন, ‘টাঙ্গাইল জেলার আওলাদ হোসেনের সঙ্গে চৌহালীর মোরশেদা খানমের বিয়ে হয়। একসময় নদীভাঙনে বাড়িঘর বিলীন হয়ে যায় তাঁর। এরপর জাজুরিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। স্বামী ও বড় ছেলের মৃত্যুতে তিনি অসহায় হয়ে পড়েন। একপর্যায়ে আনসার-ভিডিপির চাকরি করে ছোট ছেলে সুহাদ হোসেন খানকে বড় করেন। ২৫ বছর বয়সে ছোট ছেলে ঢাকায় পাড়ি জমান। এখন হাউজিং ইলেকট্রিক ঠিকাদারের কাজ করেন। আট বছর ধরে মায়ের কোনো খোঁজ নেন না। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে লাইলী খানম এখন অসুস্থ ও অন্ধ।’


এ বিষয়ে ঘোরজান গ্রামের বাসিন্দা চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হযরত আলী মাস্টার বলেন, ‘দীর্ঘদিন চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। সে সময়ের সহযোদ্ধা ৩ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন মোরশেদা খানম। তিনি ১৯৯২ সাল থেকে টানা ১০ বছর এ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চৌহালী উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বেও ছিলেন।’

হযরত আলী আরও বলেন, ‘শত শত অসহায় অনাহারী নারীকে তিনি সাহায্য-সহযোগিতা করেছেন। তাঁদের জন্য বিধবা, বয়স্ক ও স্বামী পরিত্যক্তা ভাতার কার্ড করে দিয়েছেন। আজ এ অসহায় অবস্থায় তাঁর বিত্তবান একমাত্র ছেলে পাশে নেই। এটা খুবই বেদনাদায়ক। সমাজসেবী অসহায় এই নারীর পাশে এসে দাঁড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ করছি।’

এ বিষয়ে চৌহালী আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আনিছুর রহমান বলেন, ‘মোরশেদা খানমের পক্ষ থেকে কাছের আত্মীয়দের কেউ আবেদন করলে ঘরের জন্য টিন ও বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত