চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছিলেন সমাজসেবী। শত শত অসহায় নারীকে সাহায্য করেছেন। অফিসে অফিসে ঘুরে বিধবা, বয়স্ক ও স্বামী পরিত্যক্তা ভাতার কার্ড করে দিয়েছেন। অথচ আজ মোরশেদা খানম পিংকুল (৬০) নিজেই অবহেলিত।
ছোট ছেলে সুহাদ হোসেন খান (৩৫) হাউজিং ইলেকট্রিক ঠিকাদার। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার ফার্মগেটে ফ্ল্যাট বাসায় থাকেন। মা মোরশেদা খানমের খোঁজ নেন না আট বছর। দীর্ঘদিন নানা অসুখে ভোগায় এখন তিনি অন্ধ। চিকিৎসার অভাবে হাঁটতেও পারেন না।
যমুনায় বাড়িঘর হারিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরজাজুরিয়া গ্রামের প্রয়াত মুনা খানের স্ত্রী লাইলী খানম বাড়ির পাশের পতিত জায়গায় থাকেন। চলতি মাসের শীতের প্রকোপ তাঁর কষ্ট যেন আরও বাড়িয়েছে। কয়েক দিন আগে এলাকাবাসী সেখানে ছয়টি টিন দিয়ে একটি ছাপরা তুলে দেন। সে ছাপরার তিন দিকে বেড়া থাকলেও সামনের অংশে বেড়া, দরজা ও জানালা নেই। ফলে সামনের অংশে পলিথিন টানিয়ে রাখা হয়েছে।
এদিকে লাইলী খানম নিজেই দুবেলা পেটপুরে খেতে পান না। তাঁর দিনমজুর ছেলের সংসারে পাঁচ সদস্য। তারপরও তিনি মোরশেদা খানমের দেখভাল করেন। এ বিষয়ে লাইলী খানম বলেন, ‘টাঙ্গাইল জেলার আওলাদ হোসেনের সঙ্গে চৌহালীর মোরশেদা খানমের বিয়ে হয়। একসময় নদীভাঙনে বাড়িঘর বিলীন হয়ে যায় তাঁর। এরপর জাজুরিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। স্বামী ও বড় ছেলের মৃত্যুতে তিনি অসহায় হয়ে পড়েন। একপর্যায়ে আনসার-ভিডিপির চাকরি করে ছোট ছেলে সুহাদ হোসেন খানকে বড় করেন। ২৫ বছর বয়সে ছোট ছেলে ঢাকায় পাড়ি জমান। এখন হাউজিং ইলেকট্রিক ঠিকাদারের কাজ করেন। আট বছর ধরে মায়ের কোনো খোঁজ নেন না। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে লাইলী খানম এখন অসুস্থ ও অন্ধ।’
এ বিষয়ে ঘোরজান গ্রামের বাসিন্দা চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হযরত আলী মাস্টার বলেন, ‘দীর্ঘদিন চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। সে সময়ের সহযোদ্ধা ৩ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন মোরশেদা খানম। তিনি ১৯৯২ সাল থেকে টানা ১০ বছর এ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চৌহালী উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বেও ছিলেন।’
হযরত আলী আরও বলেন, ‘শত শত অসহায় অনাহারী নারীকে তিনি সাহায্য-সহযোগিতা করেছেন। তাঁদের জন্য বিধবা, বয়স্ক ও স্বামী পরিত্যক্তা ভাতার কার্ড করে দিয়েছেন। আজ এ অসহায় অবস্থায় তাঁর বিত্তবান একমাত্র ছেলে পাশে নেই। এটা খুবই বেদনাদায়ক। সমাজসেবী অসহায় এই নারীর পাশে এসে দাঁড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ করছি।’
এ বিষয়ে চৌহালী আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আনিছুর রহমান বলেন, ‘মোরশেদা খানমের পক্ষ থেকে কাছের আত্মীয়দের কেউ আবেদন করলে ঘরের জন্য টিন ও বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’
ছিলেন সমাজসেবী। শত শত অসহায় নারীকে সাহায্য করেছেন। অফিসে অফিসে ঘুরে বিধবা, বয়স্ক ও স্বামী পরিত্যক্তা ভাতার কার্ড করে দিয়েছেন। অথচ আজ মোরশেদা খানম পিংকুল (৬০) নিজেই অবহেলিত।
ছোট ছেলে সুহাদ হোসেন খান (৩৫) হাউজিং ইলেকট্রিক ঠিকাদার। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার ফার্মগেটে ফ্ল্যাট বাসায় থাকেন। মা মোরশেদা খানমের খোঁজ নেন না আট বছর। দীর্ঘদিন নানা অসুখে ভোগায় এখন তিনি অন্ধ। চিকিৎসার অভাবে হাঁটতেও পারেন না।
যমুনায় বাড়িঘর হারিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরজাজুরিয়া গ্রামের প্রয়াত মুনা খানের স্ত্রী লাইলী খানম বাড়ির পাশের পতিত জায়গায় থাকেন। চলতি মাসের শীতের প্রকোপ তাঁর কষ্ট যেন আরও বাড়িয়েছে। কয়েক দিন আগে এলাকাবাসী সেখানে ছয়টি টিন দিয়ে একটি ছাপরা তুলে দেন। সে ছাপরার তিন দিকে বেড়া থাকলেও সামনের অংশে বেড়া, দরজা ও জানালা নেই। ফলে সামনের অংশে পলিথিন টানিয়ে রাখা হয়েছে।
এদিকে লাইলী খানম নিজেই দুবেলা পেটপুরে খেতে পান না। তাঁর দিনমজুর ছেলের সংসারে পাঁচ সদস্য। তারপরও তিনি মোরশেদা খানমের দেখভাল করেন। এ বিষয়ে লাইলী খানম বলেন, ‘টাঙ্গাইল জেলার আওলাদ হোসেনের সঙ্গে চৌহালীর মোরশেদা খানমের বিয়ে হয়। একসময় নদীভাঙনে বাড়িঘর বিলীন হয়ে যায় তাঁর। এরপর জাজুরিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। স্বামী ও বড় ছেলের মৃত্যুতে তিনি অসহায় হয়ে পড়েন। একপর্যায়ে আনসার-ভিডিপির চাকরি করে ছোট ছেলে সুহাদ হোসেন খানকে বড় করেন। ২৫ বছর বয়সে ছোট ছেলে ঢাকায় পাড়ি জমান। এখন হাউজিং ইলেকট্রিক ঠিকাদারের কাজ করেন। আট বছর ধরে মায়ের কোনো খোঁজ নেন না। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে লাইলী খানম এখন অসুস্থ ও অন্ধ।’
এ বিষয়ে ঘোরজান গ্রামের বাসিন্দা চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হযরত আলী মাস্টার বলেন, ‘দীর্ঘদিন চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। সে সময়ের সহযোদ্ধা ৩ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন মোরশেদা খানম। তিনি ১৯৯২ সাল থেকে টানা ১০ বছর এ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চৌহালী উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বেও ছিলেন।’
হযরত আলী আরও বলেন, ‘শত শত অসহায় অনাহারী নারীকে তিনি সাহায্য-সহযোগিতা করেছেন। তাঁদের জন্য বিধবা, বয়স্ক ও স্বামী পরিত্যক্তা ভাতার কার্ড করে দিয়েছেন। আজ এ অসহায় অবস্থায় তাঁর বিত্তবান একমাত্র ছেলে পাশে নেই। এটা খুবই বেদনাদায়ক। সমাজসেবী অসহায় এই নারীর পাশে এসে দাঁড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ করছি।’
এ বিষয়ে চৌহালী আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আনিছুর রহমান বলেন, ‘মোরশেদা খানমের পক্ষ থেকে কাছের আত্মীয়দের কেউ আবেদন করলে ঘরের জন্য টিন ও বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪