Ajker Patrika

রেলিং ভেঙে নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩১
রেলিং ভেঙে নারীর মৃত্যু

বগুড়ায় ছয়তলা ভবনের ছাদের রেলিং ভেঙে মাথায় পড়ে পারুল (৪২) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের টিনপট্টি এলাকার মাহমুদ হাসান মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।

পারুল শহরের গোয়ালগাড়ী এলাকার বাসিন্দা। তিনি ওই ভবনের মেসে গৃহকর্মীর কাজ করতেন। বগুড়া সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জানান, সন্ধ্যায় কাজ শেষে ওই ভবন থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিলেন। ভবনের মূল গেটের সামনে এলে পারুলের ওপর ছাদের কংক্রিটের রেলিং ভেঙে পড়ে। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির এসআই শামিম হোসেন জানান, পৌনে সাতটার দিকে টিনপট্টি এলাকা থেকে এক নারীকে আনা হয়। এ সময় তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এসআই আরও জানান, ময়নাতদন্ত শেষে রাত ১১টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরিবারের কেউ কোনো মামলা এবং অভিযোগ করেনি। পুলিশ একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত