Ajker Patrika

কুমারখালীর ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৩
কুমারখালীর ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা

আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে কুষ্টিয়ার কুমারখালীর পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

জয়িতারা হলেন মোছা. খুশি খাতুন, মোছা. রোকসানা খাতুন, মোছা. নাজমা খাতুন, মোছা. জামেলা খাতুন ও মোছা. মুক্তা খাতুন।

দিবসটি উপলক্ষে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সভা শেষে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্থানীয় সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস, উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত