Ajker Patrika

বিকাশ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
বিকাশ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার

কুষ্টিয়া পৌর এলাকার মিলন কুমার নামে এক ব্যবসায়ীর বিকাশ অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত টাকা মিলনের হাতে তুলে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। হ্যাক হয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে পুলিশ সুপার ও জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই ব্যবসায়ী।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস এলাকার মৃত সরোজ কুমার মৈত্রের ছেলে ব্যবসায়ী মিলন কুমারের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৪০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এ ব্যাপারে ভুক্তভোগী ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজে নামে কুষ্টিয়া জেলার পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। টিমের সদস্যরা প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে গত বুধবার খোয়া যাওয়া সেই টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরে বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে মিলনের হাতে খোয়া যাওয়া টাকা তুলে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, টাকা উদ্ধার করা গেলেও প্রতারকদের ধরা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত