Ajker Patrika

মেয়াদ শেষের ১৫ মাসে হয়নি নির্বাচন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৩০
মেয়াদ শেষের ১৫ মাসে হয়নি নির্বাচন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড। ২০২০ সালের ২৪ আগস্ট এই সমিতির তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হয়। ১৫ মাসেও নির্বাচন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বর্তমান কমিটির বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সমিতির সদস্যরা।

সমিতির কার্যালয় ও সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের ২৪ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে কাজী সফিউল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান হাবু নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ২৪ আগস্ট ওই কমিটির মেয়াদ শেষ হয়। এরপর বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় পার করা হচ্ছে বলে দাবি সদস্যদের।

কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাবু বলেন, সমিতিতে বর্তমান সদস্য ৭৫৩ জন। কমিটির মেয়াদ শেষ হওয়ার পর গত তিন মাস থেকে সভাপতিকে একাধিক বার কমিটি ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করেও কোনো লাভ হয়নি। তিনি শুধু সময় পার করছেন।

সমিতির সদস্য সরদার নূরুন্নবী আরিফ বলেন, ‘গঠনতন্ত্রের আইন না মেনে বর্তমান কমিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে বাজার ব্যবস্থা ভেঙে পড়েছে, গায়ের জোরে এই কমিটিকে আর থাকতে দেওয়া হবে না। তাই বর্তমান কমিটি বিলুপ্তি, আহ্বায়ক কমিটি গঠন ও সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বৈধ সদস্যদের নিয়ে নতুন করে নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইয়াজ উদ্দিন মন্ডল বলেন, ‘মেয়াদ শেষ হওয়ায় ইতিমধ্যে আমরা ওই সমিতিকে চিঠি দিয়েছি। বর্তমান কমিটি ভেঙে নতুন করে নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। তাঁরা আমাকে জানিয়েছেন অল্প সময়ের মধ্যে একটি সভা করে বর্তমান কমিটি ভেঙে দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত