Ajker Patrika

জুয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৬
জুয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূ ও তাঁর পরিবারের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার উপজেলার চেঙ্গাকান্দি গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোনারগাঁ থানায় দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।

থানায় করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের হাসান আলীর ছেলে শফিকুল ইসলামের সঙ্গে পাশের পাইকপাড়া গ্রামের হজরত আলীর মেয়ে তাছলিমা আক্তারের ৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই জুয়া খেলার টাকার জন্য শফিকুল তাঁর স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। গত শুক্রবার রাতে জুয়া খেলার জন্য তাছলিমা আক্তারকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। তাছলিমা আক্তার টাকা এনে দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর স্বামী শফিকুল ইসলাম ও চাচাতো ভাই ফারুক মিয়া পিটিয়ে ও কুপিয়ে তাঁকে জখম করেন। আহত তাছলিমা আক্তারকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, খবর পেয়ে তাছলিমা আক্তারের বাবা, মা ও ভাবি শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে মারধরের বিষয়টি জানতে চাইলে তাঁদের সঙ্গে শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শফিকুল ইসলামের নেতৃত্বে তাঁর চাচাতো ভাই ও জুয়া খেলার সঙ্গী ফারুক মিয়া, শাহ জালাল, মোবারক, সুজন, শাহ জাহান ও মিলু তাছলিমা আক্তারের বাবা হজরত আলী, মা জাহানারা, ভাবি হাছিনা আক্তারকে পিটিয়ে আহত করেন।

শফিকুল ইসলাম জানান, এটি পারিবারিক ঘটনা। তবে শ্বশুরবাড়ির লোকজনকে মারধরের ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত