Ajker Patrika

গ্রামে গিয়ে বিনা মূল্যে টিকা নিবন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭: ২৭
গ্রামে গিয়ে বিনা মূল্যে টিকা নিবন্ধন

নাটোরের লালপুরে গ্রামে গ্রামে ঘুরে টিকা নিবন্ধন করছেন একদল তরুণ-যুবক। স্ব-উদ্যোগে নিজেদের এ কার্যক্রম এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকালে তাঁরা ল্যাপটপ অথবা ট্যাব নিয়ে বের হন একেক গ্রামের উদ্দেশে। প্রত্যন্ত গ্রামের মানুষের বাড়ির আঙিনায় গিয়ে তাঁদের কাছ থেকে টেবিল-চেয়ার নিয়ে বসেন তাঁরা। প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে বিনা মূল্যে টিকা নিবন্ধন ক্যাম্পিংয়ের পাশাপাশি মানুষকে সচেতন করতে লিফলেট ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সেবা সামাজিক সংঘে’র ব্যানারে এ কার্যক্রম চালাচ্ছেন।

উপজেলার পানঘাটা গ্রামের আলেয়া বেগম (৪৭) বলেন, বাড়ির কাজে ব্যস্ত থাকায় দোকানে গিয়ে টিকা নিবন্ধন করা সম্ভব হয় না। গ্রামে এসে রেজিস্ট্রেশন করে দেওয়ায় তাঁরা অনেক খুশি। এতে খরচ হয় না, আবার সময় অপচয় হচ্ছে না। শুধু কার্ড নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিয়ে আসছেন।

গোধড়া গ্রামের সামসুল ইসলাম (৬৫) বলেন, একদল তরুণ-যুবক গ্রামে গ্রামে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষের করোনার টিকা নিবন্ধন করে দিচ্ছেন। এতে মহামারি করোনা থেকে সাধারণ মানুষ মুক্তি পাচ্ছেন।

সেবা সামাজিক সংঘের সভাপতি মো. ইমন আলী বলেন, সংগঠনের ৩৩ জন শিক্ষিত তরুণ-যুবক এ পর্যন্ত বিভিন্ন গ্রামে ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় ১০ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে টিকা আওতায় আনতে পেরেছেন। এ ছাড়া বিভিন্ন সেবামূলক কাজ করছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত