Ajker Patrika

আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন দাবিতে আবেদন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ৪৭
আক্কেলপুরে  বণিক সমিতির  নির্বাচন দাবিতে আবেদন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের কলেজ বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের দাবিতে লিখিত আবেদন করেছেন সমিতির সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান ও আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরীর কাছে এ আবেদন করা হয়। সেখানে প্রায় দেড় শ জন সদস্য স্বাক্ষর করেছেন।

গত রোববার ‘মেয়াদ শেষের ১৫ মাসে হয়নি নির্বাচন’ শিরোনামে আজকের পত্রিকায় খবর প্রকাশিত হয়। তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৫ মাসেও নির্বাচন না হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমিতির সদস্যেরা রোববার ইউএনও এবং মেয়রের কাছে লিখিত আবেদন করেছেন।

সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সমিতির সদস্যসংখ্যা ৭৫৩ জন। গত ২০১৭ সালের ২৪ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি কাজী সফিউল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ২৪ আগস্ট ওই কমিটির মেয়াদ শেষ হলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় পার করা হচ্ছে বলে দাবি সদস্যদের।

কলেজ বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আজ (মঙ্গলবার) সমিতির কার্যকারী সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বর্তমান কমিটি বিলুপ্তি এবং নতুন আহ্বায়ক কমিটি সবার মতামতের ভিত্তিতে গঠন হতে পারে।

শনিবার উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইয়াজ উদ্দন মণ্ডল বলেন, ‘ইতিমধ্যে আমরা ওই সমিতিকে চিঠি দিয়েছি, বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত