Ajker Patrika

আর কত বয়স হলে কার্ড পাবেন মজনু

খালিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া)
আর কত বয়স হলে কার্ড পাবেন মজনু

বগুড়ার শিবগঞ্জের মজনু মিয়া। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৬৫ পেরিয়েছে। একসময় শ্রমিকের কাজ করতেন। পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় তাঁর এক পা ভেঙে যায়। এরপর থেকে কোনো কাজ করতে পারেন না। অসহায় প্রতিবন্ধী কিংবা বয়স্ক হওয়ার পরও আজ পর্যন্ত তাঁর ভাগ্যে জোটেনি কোনো ভাতা কার্ড। পাননি সরকারি সহযোগিতাও। জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ধরনা দিলেও আশ্বাস ছাড়া পাননি কোনো সুফল। এখন হাত পাতছেন মানুষের দুয়ারে।

মজনু মিয়ার বাড়ি উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর ভরিয়াপাড়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মজনু মিয়া আগে স্থানীয় এ এইচ জেড কোল্ডস্টোরেজে শ্রমিকের কাজ করতেন। সড়ক দুর্ঘটনায় এক পা ভেঙে যাওয়ার পর আর কাজ করতে পারেন না। বর্তমানে তিনি ক্রাচে ভর দিয়ে হাঁটেন। তাঁর কোনো সন্তান নেই। তবে পালিত এক মেয়ে আছে। তাঁকে বিয়েও দিয়েছেন। স্ত্রীকে নিয়ে এখন গ্রামের একটি ঝুপড়িঘরে বাস করেন।

গত শনিবার দুপুরে আজকের পত্রিকাকে মজনু মিয়া বলেন, ‘কত মানুষকে বললাম, একটা হুইলচেয়ার কেউ দিল না। চাউলের ব্যাগ হাত দিয়ে বহন করতে করতে ব্যথা করছে। এভাবে গ্রামে গ্রামে ঘুরতে খুব কষ্ট হচ্ছে আমার। ভাতা কার্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছি। তাঁরা কার্ড করে দিতে চেয়েও আর দেননি। পেটের ক্ষুধা নিবারণে মানুষের দ্বারে যেতে হচ্ছে।’

মজনু মিয়া আরও বলেন, ‘হামাগেরে দিকি কেউ দেখে না। ভোটের আগে সগলি (সবাই) কছে (বলছে) কার্ড করে দিবে; কিন্তু এখন আর কেউ শোনে না হামার কথা।’

মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ বলেন, ‘মজনু মিয়ার ব্যাপারে এখনই শুনলাম। তাঁর ভাতা কার্ড করে দেওয়ার চেষ্টা করব।’

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে ভাতা কার্ডের বরাদ্দ নেই। ভবিষ্যতে বরাদ্দ এলে আমরা অবশ্যই তাঁর বিষয়টি দেখব। এ ছাড়া সম্ভব হলে প্রতিস্থাপনের মাধ্যমে তাঁর কার্ড করে দেওয়ার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত