Ajker Patrika

চুরির অভিযোগে নির্যাতন, ৯৯৯-এ ফোনে উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০২
চুরির অভিযোগে নির্যাতন, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে আবু তালেব নামের এক যুবককে সেচপাম্প চুরির সন্দেহে আটক করে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে নির্যাতনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে গতকাল পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খারিয়াকান্দি গ্রামের রাকিব হোসেনের পুকুরের পানি সেচের একটি পাম্প দু-তিন দিন আগে চুরি হয়। এ ঘটনায় বিনসাড়া গ্রামের আবু তালেবকে (২২) সন্দেহ করে বিভিন্ন স্থানে প্রচার করেন। বিষয়টি আবু তালেব জানার পর গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাকিবের বাড়িতে যান, সেখানে রাকিবের সঙ্গে কথা বলতেই রাকিব কৌশলে প্রতিবেশী কয়েকজনকে ডেকে এনে আবু তালেবকে আটকে রেখে নির্যাতন শুরু করেন। এ ঘটনাটি ৯৯৯ নম্বরে জানানো হলে গতকাল সকালে পুলিশ গিয়ে তালেবকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তালেবকে উপজেলা হাসপাতালে ভর্তি করান।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আবু হাসান বলেন, ‘৯৯৯ নম্বরের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। কোনো পক্ষের অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত