Ajker Patrika

ভুয়া ম্যাজিস্ট্রেট সন্দেহে আটক তিন জন

বেড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৩০
ভুয়া ম্যাজিস্ট্রেট সন্দেহে আটক তিন জন

পাবনার বেড়ায় প্রাইভেটকারসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। প্রতারক সন্দেহে গতকাল রোববার তাঁদের করা হয়। আটক ব্যক্তিরা হলেন, আবির হোসেন মিম (২৯), আজিজুল হক (২৫) ও মেহদী হাসান (১৯)। তাঁরা বগুড়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে আটককৃতরা নিজেদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জোনের কর্মকর্তা বলে দাবি করেছেন। বেড়া পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকানে অভিযান চালিয়ে তাঁরা জরিমানা আদায় করছিলেন।

পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, গতকাল দুপুরে ওই তিনি যুবক ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে পৌর শহরের গোধূলি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালান। এ সময় দোকানের বিভিন্ন পণ্যের মোড়কে মেয়াদের তারিখ না থাকার অভিযোগ তুলে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পরে তারা শাপলা ফুড অ্যান্ড বেকারিতে অভিযান পরিচালনা করেন। সেখানে কেকের মোড়কের গায়ে মেয়াদের তারিখ উল্লেখ না থাকার অভিযোগ এনে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এভাবে বনলতা সুইটমিট থেকে ১০ হাজার টাকা ও অন্য আরও কয়েকটি খাদ্যপণ্যের দোকান থেকেও জরিমানা আদায় করা হয়।

একপর্যায়ে তাঁদের কথাবার্তায় অসংগতি দেখে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। তাঁরা বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানান। এরপর ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আটক ব্যক্তিদের মধ্য একজন নিজেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জোনের উপসহকারী পরিচালক পরিচয় দেন। এরপর থানার ফোর্সের সহায়তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়।

তাঁদের বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলা অফিসে খবর দেওয়া হয়েছে। কর্মকর্তারা এলে আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত