Ajker Patrika

থামানো যাচ্ছে না সাংসদ হাইকে

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ৫২
থামানো যাচ্ছে না সাংসদ হাইকে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সভা-সমাবেশ করতে নিষেধ করার পর থামছেন না ঝিনাইদহ-১ আসনের সাংসদ মো. আবদুল হাই। প্রতিদিনই তিনি অংশ নিচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থীর সভা–সমাবেশে। গতকাল সোমবার বিকেলেও শৈলকুপার ফুলহরি ইউনিয়নের বেড়বাড়ি কাজিপাড়া মোড় ও ফুলহরি বাজারে নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা দেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুস ছালেক স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এরপরও তাঁকে গত শনিবার ও গতকাল নির্বাচনী সমাবেশে অংশ নিতে দেখা যায়।

গতকাল ফুলহরি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) মো. আওলাদ হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেছেন, ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই নির্বাচনী বিধি ভেঙে বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। সাধারণ ভোটার ভয়ে আছেন। ৫ জানুয়ারি ভোটের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ করেন তিনি।

আওলাদ জানান, গতকাল বিকেলেও বেড়বাড়ি কাজিপাড়া মোড় ও ফুলহরি বাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন সাংসদ আব্দুল হাই। এ দিন তিনি সপরিবারে এসে ফুলহরি ইউনিয়ন পরিষদে খাওয়া-দাওয়া করেন। নৌকা প্রতীকের প্রার্থী জামিনুর রহমান বিপুল ভূরিভোজের আয়োজন করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন ফুলহরি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শামীম আহম্মেদ খান।

সাংসদ আবদুল হাইয়ের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত