Ajker Patrika

দ্বন্দ্বে ভরাডুবি আওয়ামীপন্থীদের

ইবি প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ০৯
দ্বন্দ্বে ভরাডুবি আওয়ামীপন্থীদের

নিজেদের দ্বন্দ্বে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১০টিতে বিএনপি-জামায়াত প্যানেলের এবং বাকি ৫ টিতে আওয়ামীপন্থীরা জয় পেয়েছেন। সভাপতি পদে হিসাববিজ্ঞান তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন।

গত রোববার সকাল সাড়ে ৯টায় থেকে অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। চলে দেড়টা পর্যন্ত। বেলা ৩টা থেকে শুরু হয় ভোট গণনা। গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. কে এম আব্দুস ছোবহান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩৯০ ভোটারের মধ্যে ৩৪৬ জন শিক্ষক ভোট দেন। সভাপতি পদে অধ্যাপক ড. মিজানূর রহমান ১৭৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. শাহজাহান মন্ডল পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১৮৬ ভোট।

বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল বারী, সদস্য অধ্যাপক ড. শাহিনুজ্জামান, অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. খোদেজা খাতুন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান, অধ্যাপক ড. নূরুন নাহার ও অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। অন্যদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক, সদস্য অধ্যাপক ড. মাহবুবুল আরফীন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও অধ্যাপক ড. শামসুল আলম।

জানা যায়, দ্বন্দ্বের কারণে শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল ও আওয়ামীপন্থী শিক্ষকেরা প্রথমে দুটি পূর্ণ প্যানেল ঘোষণা করেন। দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য একাধিকবার সভা হয়। আওয়ামীপন্থী শিক্ষকদের দাবি, মূলত অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অধিকাংশ পদ হারাতে হয়েছে। এককভাবে প্যানেল দিলে এ অবস্থা হতো না।

নবনির্বাচিত সভাপতি মিজানূর রহমান বলেন, ‘রাজনৈতিক মতাদর্শের কারণে আমরা শিক্ষকেরা আলাদা আলাদা প্যানেল দিলেও কাজ করার সময় সবাই এক। আমরা নবনির্বাচিতরা শিক্ষকদের কল্যাণে কাজ করব। একসঙ্গে ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজে সবার সহযোগিতা কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত