Ajker Patrika

মেয়র-কাউন্সিলরদের পাল্টাপাল্টি অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১৫
মেয়র-কাউন্সিলরদের পাল্টাপাল্টি অভিযোগ

সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন—এমন অভিযোগ তুলে গত রোববার জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মেয়র তাজকিন আহমেদ চিশতী। এ সংবাদ সম্মেলনের প্রতিবাদে গতকাল সোমবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলরেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। এ সময় তিনি পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থী কার্যক্রম পরিচালনা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও সাতক্ষীরা পৌরসভার মর্যাদা হানিকর কার্যকলাপ করার অভিযোগ করেন। এর মধ্যে, পানির বিল মওকুফ করা, বাজার ব্যবস্থাপনায় অনিয়ম, ময়লার ও সেপটিক ট্যাংক পরিস্কারের টাকা আত্মসাৎ, পৌরকর ও লাইসেন্স ফি মওকুফের অভিযোগ উল্লেখ করেন।

এ বিষয়ে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ বলেন, ‘এ ধরনের অনিয়মের অভিযোগ জনগণের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া (বিভিন্ন ফি মওকুফ) জনপ্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য। পানির বিল, পৌরকর ও লাইসেন্স ফি মওকুফ করার বিষয়টি জনস্বার্থে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত