Ajker Patrika

বরকত নিখোঁজের জিডি নিচ্ছে না পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৫: ০৪
বরকত নিখোঁজের জিডি নিচ্ছে না পুলিশ

চার দিন ধরে নিখোঁজ লক্ষ্মীপুর সদর উপজেলার বিরাহিমপুর গ্রামের মরহুম সুলতান আহমদের ছেলে বরকত উল্লাহ। তাঁর সন্ধান চেয়ে গত মঙ্গলবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন বরকতের মা সালেহা বেগম। কিন্তু পুলিশ স্বেচ্ছাসেবক দলের এই নেতা নিখোঁজ হওয়ার আবেদন গ্রহণ করেনি।

বাধ্য হয়ে নিখোঁজ বরকত উল্লাহর সন্ধান চেয়ে সাংবাদিকদের মাধ্যমে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামানের কাছে আবেদন জানিয়েছেন বরকতের স্বজনেরা।

জানা গেছে, নিখোঁজ বরকত উল্লাহ সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ব্যবসা করে আসছেন। গত রোববার চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর সন্ধান মিলছে না।

নিখোঁজ বরকত উল্লাহর ভাই মোসলেহ উদ্দিন বলেন, ‘ছোট ভাই বরকতের সন্ধান চেয়ে গত মঙ্গলবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় একটি জিডির আবেদন করেন আমার মা সালেহা বেগম। এ সময় থানায় মায়ের সঙ্গে আমার ছোট বোন বিউটি আক্তার ও আমি উপস্থিত ছিলাম। পুলিশ আমাদের জিডির আবেদন গ্রহণ করেননি।’

বরকতের মা সালেহা বেগম ও বোন বিউটি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা বরকতকে সুস্থভাবে ফিরে পেতে চাই। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাকে গুম করা হতে পারে। আমরা আপনাদের মাধ্যমে তার সন্ধান চেয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, স্বজনেরা বলছেন বরকত উল্লাহ ফেনী থেকে নিখোঁজ হয়েছেন। এ জন্য তাঁদের ফেনীর সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত