Ajker Patrika

‘শিশুদের মানবসম্পদে পরিণত করছে সরকার’

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৭: ০৩
‘শিশুদের মানবসম্পদে পরিণত করছে সরকার’

সরকার দেশের সব শিশুকে মানবসম্পদে পরিণত করছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। গত বৃহস্পতিবার সকাল ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘ইন্টারভেনশন ডিজাইন অব চাইল্ড প্রোটেকশন প্রোগ্রাম আন্ডার কেসিসি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিটি মেয়র আরও বলেন, ‘সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থাও এ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে। বিশেষ করে ইউনিসেফ আমাদের মহানগরীর পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে যে কাজগুলো করছে তা প্রশংসনীয়।’ সভায় সিটি মেয়র প্রতিবন্ধী ও পথ শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেসিসির মেয়র প্যানেলের সদস্য মেমোরি সুফিয়া রহমান শুনু ও সচিব মো. আজমুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আব্দুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস. এম ফজলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন এস এম কামাল হোসেন, ইউনিসেফ-এর স্বাস্থ্য কর্মকর্তা এস এম নাজমুল আহসান, কেসিসির নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম, শিক্ষা-সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীন ইতিমধ্যে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিবর্গের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত এ সেবা কেন্দ্রে বিনা মূল্যে উন্নতমানের থেরাপি চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তেহরান ওপর থেকে সুন্দর, একদিন যেতে চাই: ইরানে বোমা ফেলা ইসরায়েলি পাইলট

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

ইরানের পরমাণু কর্মসূচিতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছেন ট্রাম্প

সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের

বংশ রক্ষায় মৃত ছেলের শুক্রাণু চান মা, সংরক্ষণের নির্দেশ মুম্বাই হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত