Ajker Patrika

স্কুলছাত্রীকে ধর্ষণ যুবক কারাগারে

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৫
স্কুলছাত্রীকে ধর্ষণ যুবক কারাগারে

বরিশালের হিজলা উপজেলায় স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আতাউল্লাহ মোল্লা নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আতাউল্লাহ মোল্লাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ সদস্যরা। পরে গতকাল সকালে অভিযুক্তকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তার আতাউল্লাহ মোল্লা পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। তিনি হিজলা উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার পুত্র।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক হাসান রাসেল জানান, সোমবার বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় আতাউল্লাহ। পরে ওই শিশু শিক্ষার্থীকে একটি পরিত্যক্ত ঘরে আটকে ধর্ষণ করে। দুপুরে ওই ছাত্রী বাড়ি ফিরে অচেতন হয়ে যায়। বিকেলে রক্তক্ষরণ বেড়ে গেলে সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হিজলা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরে বুধবার রাতে র‍্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আতাউল্লাহকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ