Ajker Patrika

নওগাঁয় আবাসিক এলাকায় ট্রাক টার্মিনাল নির্মাণের প্রতিবাদ

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১২: ১১
নওগাঁয় আবাসিক এলাকায় ট্রাক টার্মিনাল নির্মাণের প্রতিবাদ

নওগাঁ শহরের টিএনটি পাড়া আবাসিক এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে শহরের পার-নওগাঁ টিএনটি পাড়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে ওই এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার তানজীদ সম্রাট, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান সাগর, রবিউল ইসলাম রুবেলসহ স্থানীয় বাসিন্দা মিতা খাতুন, জাভেদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নওগাঁ শহরের যানজট ও মাদকমুক্ত করতে পার-নওগাঁ মহল্লা টিএনটি পাড়ার আবাসিক এলাকায় প্রস্তাবিত ট্রাক-অটোরিকশার টার্মিনালের সিদ্ধান্ত বাতিল করা হোক। একই সঙ্গে বক্তারা টার্মিনাল নির্মাণের ওই স্থানে শিশুদের বিনোদনের জন্য আব্দুল জলিল শিশু পার্ক বা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।

জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. আসিকুজ্জামান বলেন, সরকারি এই জমি জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের কাছে হস্তান্তর করেন সাবেক জেলা প্রশাসক। বর্তমানে মাটি ভরাট করে নির্মাণকাজ চলছে। এখন যারা আপত্তি জানাচ্ছে তাঁদের অসৎ উদ্দেশ্যে থাকতে পারে।

জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সম্পাদক ফরিদ উদ্দীন বলেন, টার্মিনালটি চালু হলে শহরের যানজট অনেকটাই কমে যাবে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ওখানে টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায় বলেন, স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সমন্বয়েই জায়গাটি হস্তান্তর করা হয়। এখন যদি এলাকাবাসীর আপত্তি থাকে তাহলে লিখিতভাবে জানালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত