Ajker Patrika

বিয়ানীবাজারে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ৫৬
বিয়ানীবাজারে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার নবনীতা দাশ (২৮) নামে ওই নার্সের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এক বাসা থেকে উদ্ধার করা হয়। বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, নবনীতা দাশ দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি প্রেম করে এক সহপাঠীকে বিয়ে করে হাসপাতাল সংলগ্ন একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। বিয়ের পর প্রায়ই দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি হতো।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কীভাবে মৃত্যু হয়েছে জানতে চাইলে ওসি নবনীতা দাশের স্বামীর বরাত দিয়ে জানান, বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গ ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নবনীতা দাসের স্বামীকে আটক করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত