Ajker Patrika

বাসাইলে টিসিবির পণ্য পাচ্ছে ৬ হাজার ৮৫১ পরিবার

বাসাইল প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৭: ১৫
বাসাইলে টিসিবির পণ্য পাচ্ছে ৬ হাজার ৮৫১ পরিবার

বাসাইলে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো কম মূল্যে বিক্রি করা হয়েছে টিসিবির পণ্য। উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে তিনজন ডিলারের মাধ্যমে মোট ৬ হাজার ৮৫১ জন কার্ডধারীর মধ্যে পর্যায়ক্রমে চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজসহ বেশ কিছু পণ্যসামগ্রী বিক্রি করা হবে।

এর মধ্যে পৌরসভায় ২ হাজার ২৭৭, কাশিল ইউনিয়নে ৬৪৫, কাউলজানীতে ৭৫০, হাবলাতে ১ হাজার ১০০, কাঞ্চনপুরে ৮৫৪, ফুলকিতে ৯০৭ ও সদরে ৩১৮টি কার্ডধারীর মধ্যে তিনজন ডিলার এসব পণ্য বিক্রি করবেন বলে জানা গেছে। পবিত্র রমজানকে সামনে রেখে এ উদ্যোগ নিয়েছে সরকার। পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যান, সদস্যদের মাধ্যমে অপেক্ষাকৃত দরিদ্রদের এই কার্ড দেওয়া হয়।

টিসিবির ডিলাররা জানান, রমজানের আগে প্রথম পর্বে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৪৬০ টাকার প্যাকেজে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে। উপজেলার মোট ৬ হাজার ৮৫১ জন কার্ডধারী এসব পণ্য কিনতে পারবেন।

এর আগে রোববার এ কার্যক্রমের অংশ হিসেবে পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন। এ সময় পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ, কাউন্সিল সাজ্জাদ হোসেন আলাল ও এলাকার উপকারভোগীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত