Ajker Patrika

ভ্যানচালক নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

কয়রা প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৬
ভ্যানচালক নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

কয়রায় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে ছুরির আঘাতে ইমরান হোসেন (১৯) নামের এক ভ্যান চালকের নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের বাবা মো. আব্দুল জব্বার হাওলাদার চারজনকে আসামি করে গত শুক্রবার রাতে কয়রা থানায় মামলা দায়ের করেন। পরে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিরা হলেন ৩ নম্বর কয়রা গ্রামের রমজান গাজীর ছেলে আমিরুল (২২), জমিরুল (১৯)। একই গ্রামের মোশারফ গাজীর ছেলে লাবিব (১৯) ও আশাশুনি উপজেলার গকুল নগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদি (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় খেজুর বাগ মসজিদের পাশে টিকটকের ভিডিওতে ফেসবুকে কমেন্টের জের ধরে কিশোর গ্যাংয়ের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ভ্যান চালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে ছুরির আঘাতে ভ্যান চালক নিহতের ঘটনায় চারজনকে আসামি করে তার বাবা মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত