Ajker Patrika

তিন দিনের প্রশিক্ষণ এক দিনেই শেষ ?

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২: ৪৭
তিন দিনের প্রশিক্ষণ এক দিনেই শেষ ?

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে খামারিদের গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থীরা বলছেন, তিন দিনের প্রশিক্ষণ একদিনেই শেষ করা হয়েছে। সম্মানীর টাকা কম দেওয়া হয়েছে। প্রশিক্ষণ চলাকালে দেওয়া হয়নি কোনো নাশতা। জেলা প্রাণিসম্পদ অফিস বলছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তিতে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী খামারি প্রশিক্ষণ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে শুরু হয়েছে। গত রোববার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং প্রশিক্ষণ শেষ হওয়ার কথা আগামী ২৯ মার্চ।

প্রশিক্ষণার্থীদের অভিযোগ, ৫০ জন খামারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ হওয়ার কথা। কিন্তু সকাল ১১টার দিকে প্রশিক্ষণ শুরু হয়ে কিছুক্ষণ ফটোসেশন করে তিন দিনের প্রশিক্ষণ একদিনেই শেষ হয়। প্রতি প্রশিক্ষণার্থীর কাছ থেকে হাজিরা শিটে তিন দিনের স্বাক্ষর নেওয়া হয়েছে। প্রতি প্রশিক্ষণার্থীকে সম্মানী দেওয়ার কথা ৭৫০ টাকা। তবে দেওয়া হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া প্রশিক্ষণার্থীদের সকালে ও বিকেলে নাশতা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। দুপুরে উন্নত মানের খাবার দেওয়ার কথা। কিন্তু দেওয়া হয়েছে নিম্নমানের খাবার। প্রশিক্ষণ উপকরণ বাবদ ২০০ টাকা বরাদ্দ থাকলেও দেওয়া হয়েছে ১৭ টাকার উপকরণ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নূরে আলম বলেন, প্রশিক্ষণ তিন দিন হওয়ার কথা। কিন্তু অনেকগুলো প্রশিক্ষণ একসঙ্গে তাই গত ১৫ দিন ধরে একই ফর্মুলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. বি. এম সাইফুজ্জামান বলেন, 'বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব।' ভাতার টাকা, প্রশিক্ষণের উপকরণ ও খাবারের টাকা কম দেওয়া হয়েছে কী না জানতে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলব।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত