Ajker Patrika

পাঁচ দিন পর ঠাঁই হলো হাসপাতালে

যশোর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪: ৪৭
পাঁচ দিন পর ঠাঁই হলো  হাসপাতালে

যশোরে ফুটপাতে পড়ে থাকা কথা বলতে অক্ষম অজ্ঞাত এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন র‍্যাব-৬–এর সদস্যরা। গত রোববার দিবাগত গভীর রাতে শহরের রেল স্টেশন এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি গত কয়েক দিন আগে এক বৃদ্ধকে তাঁর স্বজনেরা স্টেশন এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে রোববার রাতে আমাদের একটি দল তাঁকে উদ্ধার করে।’

লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান আরও বলেন, ‘বৃদ্ধের শরীরে পচন ধরেছে। তা ছাড়া তিনি কথা বলতে পারছেন না। এমনকি খেতেও পারছেন না। এ অবস্থায় তাঁকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

যশোর শহরের রেলগেট ট্যাক্সি স্ট্যান্ডের প্রাইভেটকার চালক রবিউল ইসলাম বলেন, ‘গত পাঁচ দিন আগে সকালে এসে দেখি ফুটপাতে পড়েছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত