নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় খালের ওপর সড়ক ও জনপথের (সওজ) নির্মিত সেতুর একাংশ ভেঙে পণ্যবাহী একটি ট্রাক খাদে পড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রিকশায় চলাচল করছেন।
সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার, কুমিল্লার মেঘনা উপজেলা ও আড়াইহাজার উপজেলার বাসিন্দাদের চলাচলের একমাত্র পথ এটি। দীর্ঘদিন ধরেই উপজেলার মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কের সাহাপুর এলাকার সওজের রাস্তায় নির্মিত সেতুটির একাংশ ভেঙে রয়েছে। সেতুর মাঝখানের একটি বড় অংশ ধসে বিশাল গর্ত তৈরি হয় এবং সেতুর রেলিং ভেঙে যায়। সেতুটির কয়েকটি অংশ ধসে যাওয়ার পাশাপাশি পুরো সেতুতে ফাটলও দেখা দিয়েছে। ফলে সেতু দিয়ে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। পরে সড়ক ও জনপথ বিভাগ সেতুর মাঝে একটি স্টিলের প্লেট বসিয়ে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
জানা যায়, গতকাল টাইলস ভর্তি ওই ট্রাক সেতুর একাংশ এবং রেলিং ভেঙে খালে পড়ে যায়। এতে ট্রাকের চালক আক্তার হোসেন ও সহকারী গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, সেতুটি থেকে কয়েক শ ফুট সামনে গেলেই বৈদ্যেরবাজার ঘাট, যেখানে প্রতিদিন নদীর অপর প্রান্তের হাজার হাজার মানুষ এ প্রান্ত দিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। শুধু তা-ই নয়, প্রতিদিন ঐতিহাসিক এই ঘাটে মেঘনা নদী থেকে মাছ ধরে জেলেরা বাজার বসাচ্ছে। এলাকার মানুষসহ এই সেতু দিয়ে শত শত যানবাহন চলাচল করছে। সেতুর ওপারে নদীর ঘাটে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। যাদের মালবাহী লরি/ট্রাক এই সেতুর ওপর দিয়েই চলাচল করছে প্রতিনিয়ত।
স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, এ সেতু দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। তা ছাড়া এলাকায় বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও কোম্পানির মালামাল আনা-নেওয়া করতে হয়। ঝুঁকি নিয়েই মানুষকে চলাচল করতে হচ্ছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। ভারী যান চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেতুর রেলিং ভেঙে ট্রাক খালে পড়ে যাওয়ার খবর শুনেছি। এ সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা করে নকশা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ হলেই এ সেতুর কাজ শুরু হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় খালের ওপর সড়ক ও জনপথের (সওজ) নির্মিত সেতুর একাংশ ভেঙে পণ্যবাহী একটি ট্রাক খাদে পড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রিকশায় চলাচল করছেন।
সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার, কুমিল্লার মেঘনা উপজেলা ও আড়াইহাজার উপজেলার বাসিন্দাদের চলাচলের একমাত্র পথ এটি। দীর্ঘদিন ধরেই উপজেলার মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কের সাহাপুর এলাকার সওজের রাস্তায় নির্মিত সেতুটির একাংশ ভেঙে রয়েছে। সেতুর মাঝখানের একটি বড় অংশ ধসে বিশাল গর্ত তৈরি হয় এবং সেতুর রেলিং ভেঙে যায়। সেতুটির কয়েকটি অংশ ধসে যাওয়ার পাশাপাশি পুরো সেতুতে ফাটলও দেখা দিয়েছে। ফলে সেতু দিয়ে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। পরে সড়ক ও জনপথ বিভাগ সেতুর মাঝে একটি স্টিলের প্লেট বসিয়ে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
জানা যায়, গতকাল টাইলস ভর্তি ওই ট্রাক সেতুর একাংশ এবং রেলিং ভেঙে খালে পড়ে যায়। এতে ট্রাকের চালক আক্তার হোসেন ও সহকারী গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, সেতুটি থেকে কয়েক শ ফুট সামনে গেলেই বৈদ্যেরবাজার ঘাট, যেখানে প্রতিদিন নদীর অপর প্রান্তের হাজার হাজার মানুষ এ প্রান্ত দিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। শুধু তা-ই নয়, প্রতিদিন ঐতিহাসিক এই ঘাটে মেঘনা নদী থেকে মাছ ধরে জেলেরা বাজার বসাচ্ছে। এলাকার মানুষসহ এই সেতু দিয়ে শত শত যানবাহন চলাচল করছে। সেতুর ওপারে নদীর ঘাটে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। যাদের মালবাহী লরি/ট্রাক এই সেতুর ওপর দিয়েই চলাচল করছে প্রতিনিয়ত।
স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, এ সেতু দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। তা ছাড়া এলাকায় বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও কোম্পানির মালামাল আনা-নেওয়া করতে হয়। ঝুঁকি নিয়েই মানুষকে চলাচল করতে হচ্ছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। ভারী যান চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেতুর রেলিং ভেঙে ট্রাক খালে পড়ে যাওয়ার খবর শুনেছি। এ সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা করে নকশা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ হলেই এ সেতুর কাজ শুরু হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪