Ajker Patrika

স্বপ্নের নতুন ঘরে ওঠা হলো না নিজামের

কুমিল্লা ও চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
স্বপ্নের নতুন ঘরে ওঠা হলো না নিজামের

আগামী শুক্রবার নতুন ঘরে মিলাদ পড়িয়ে সপরিবারে ওঠার কথা ছিল নিজাম উদ্দিনের; কিন্তু তার আগেই ঘূর্ণিঝড় সিত্রাং কেড়ে নিল নিজাম উদ্দিনসহ পরিবারের তিন সদস্যের প্রাণ। নিহত হয়েছেন স্ত্রী তাহমিনা আক্তার সাথী ও একমাত্র মেয়ে নূরজাহান আক্তার নিহা। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামের খামারপাড়া হাজীবাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর পর এক মাস আগে মালয়েশিয়া থেকে বাড়ি ফেরেন নিজাম উদ্দিন। ২২ লাখ টাকা খরচ করে বাড়িতে নতুন একটি ভবন নির্মাণ করেন তিনি। আগামী শুক্রবার পরিবারের সবাইকে নিয়ে ওই ঘরে ওঠার কথা ছিল।

গত সোমবার রাতের খাবার খেয়ে পুরোনো টিনশেড ঘরে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন নিজাম। হঠাৎ ঝড়ে পুকুর পাড়ে থাকা বড় একটি কড়ই গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তিনজনই চাপা পড়েন। স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছ কেটে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা শেষে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত নিজামের মা খুরশিদা বেগম বলেন, তাঁর ছেলে নতুন ঘর করেছে। অল্প কিছু কাজ বাকি আছে। শুক্রবার নতুন ঘরে যাওয়ার কথা ছিল। এখন আসল নতুন বাড়িতে চলে যাচ্ছে।

বড় ভাই শাহ আলম বলেন, তিনি খবর শুনে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। বিশ্বাস হচ্ছিল না; তাঁর ভাই ছোট, ভাইয়ের বউ ও ভাতিজি মারা গেছেন।

হেসাখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনাটা খুবই মর্মান্তিক। খবর পেয়ে তিনি রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে উপজেলার হেসাখাল ইউনিয়নে তিনজন নিহত হয়েছেন। তিনি তাঁদের জানাজায় অংশগ্রহণ করেছেন। তাঁদের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসন থেকে ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত