Ajker Patrika

যাত্রীকে মারধর করা টিসি সাময়িক বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১১: ১১
যাত্রীকে মারধর করা টিসি সাময়িক বরখাস্ত

রাজশাহী রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে মারধর এবং অশালীন ভাষায় গালাগাল করা টিকিট কালেক্টর (টিসি) মেহেদি হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্টেশনের ভেতরে একজন যাত্রীর সঙ্গে খারাপ আচরণের একটি ভিডিও ক্লিপ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখেছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পশ্চিম রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে টিসি মেহেদি হাসান রাসেলকেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর মধ্যে অভিযুক্ত মেহেদি হাসান রাসেলকে এই আদেশ সম্পর্কে জানানো হয়েছে।

গত বুধবার এই ঘটনা তদন্তে পশ্চিম রেলওয়ের ডেপুটি সিসিএম গৌতম কুমার কুণ্ডকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত