Ajker Patrika

নিবন্ধন কার্ড হারাল কলেজ, দায় চাপল শিক্ষার্থীদের

আব্দুল্লাহ আল মারুফ, কামারখন্দ (সিরাজগঞ্জ)
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৪৭
নিবন্ধন কার্ড হারাল কলেজ, দায় চাপল শিক্ষার্থীদের

সিরাজগঞ্জের কামারখন্দে একটি শিক্ষাবর্ষের সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারানোর অভিযোগ উঠেছে কৃষি কারিগরি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এখন বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে শিক্ষার্থীদের নিজ উদ্যোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হচ্ছে। ওই কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। তাঁরা বলছেন, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে। এর দায় কলেজকেই নিতে হবে এবং নতুন করে কার্ড তোলার ব্যবস্থাও নিতে হবে।

কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষি ডিপ্লোমা কার্যক্রমের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৭ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড কলেজ কর্তৃপক্ষ হারিয়ে ফেলেছে। অষ্টম সেমিস্টারের যখন পরীক্ষা শেষ হয়, তখন রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীদের দেওয়া হয়। এমএসসি করতে গেলে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই কার্ড কাজে লাগে। এখন বোর্ড থেকে নতুন করে রেজিস্ট্রেশন কার্ড তোলার জন্য শিক্ষার্থীদের নিজ উদ্যোগে থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে কলেজ কর্তৃপক্ষ।

এ নিয়ে শিক্ষার্থী মো. বায়োজিদ হাসান বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ আমাদের সেশনের সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে। সেই দায় তারা নেবে না। যে কার্ড আমরা হাতে পাইনি, সেই কার্ড হারানোর দায় নিয়ে আমাদের থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হচ্ছে।’

ওই শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী জায়েদ বিন সিদ্দিক বলেন, ‘আমাদের কথা হচ্ছে এ রকম গুরুত্বপূর্ণ একটা কাগজ তারা কীভাবে হারাল। দায়িত্বের অবহেলার কারণেই এমনটা হয়েছে। এর দায় কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে এবং রেজিস্ট্রেশন কার্ডটি দ্রুত তোলার ব্যবস্থা করতে হবে।’

কৃষি কারিগরি কলেজে প্রিন্সিপাল (অধ্যক্ষ) মোছা আয়েশা নাজনীন বলেন, ‘আমি আসার আগে আব্দুস সালাম স্যার প্রিন্সিপাল ছিলেন। তাঁর সময় রেজিস্ট্রেশন কার্ড বোর্ডে প্রস্তুত হয়। কিন্তু তিনি কার্ডগুলো সংগ্রহ করেননি। যেহেতু ভবিষ্যতে রেজিস্ট্রেশন কার্ডটি শিক্ষার্থীদের প্রয়োজন হবে, এ জন্য তাদের এভাবে তোলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, ‘কৃষি কারিগরি কলেজ আমাদের আওতায়, তবে আমরা নিয়ন্ত্রণ করি না। কলেজটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি তিনিই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। যদি রেজিস্ট্রেশন কার্ড কলেজ কর্তৃপক্ষ হারিয়ে থাকে তাহলে এর দায় শিক্ষার্থীদের দেওয়ার মানে হয় না। এর জন্য কলেজ কর্তৃপক্ষকেই উদ্যোগ নিয়ে জিডি করতে হবে। বিষয়টি 
আমি জানার চেষ্টা করছি এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত