Ajker Patrika

পাঁচ দিনে ৩ জনকে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৫
পাঁচ দিনে ৩ জনকে হত্যা

ঝিনাইদহে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা দেওয়ায় পাঁচ দিনের ব্যবধানে তিনজনকে হত্যার ঘটনায় পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তার ইয়াদ মোল্লা (৪৫)। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের বর্ণনা দেন ইয়াদ। তিনি নড়াইল জেলার বিল ডুমুর তলা গ্রামের বাসিন্দা।

ইয়াদের বরাতে পুলিশ জানায়, কিছুদিন ধরে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন ইয়াদ। রাতেও এসব এলাকার স্কুল ও নির্জন স্থান বেছে নিতেন ঘুমানোর জন্য। প্রায় ১৫ দিন ধরে সদর উপজেলার লাউদিয়া এলাকায় রাত্রিযাপন করছিলেন ইয়াদ। এরই একপর্যায়ে লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রাত্রিযাপন শুরু করেন সালাউদ্দিন নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এ সময় সালাউদ্দিনকে সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেন ইয়াদ মোল্লা। তবে অনেক চেষ্টা করেও তাঁকে রাজি করাতে পারেননি। এক রাতে ঘুমানোর একপর্যায়ে দেখেন তাঁর কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছেন সালাউদ্দিন। তাঁকে এ অবস্থায় দেখে পার্শ্ববর্তী মাঠে থাকা একটি মেহগনি ডাল এনে ঘুমন্ত সালাউদ্দিনকে পিটিয়ে হত্যা করেন। পরে মরদেহ স্কুলের সিঁড়ির নিচে রেখে তেঁতুলতলা এলাকায় থাকা শুরু করেন।

পুলিশ জানায়, এরপর তেঁতুলতলা এম কে মাধ্যমিক বিদ্যালয় এলাকায় রাতে থাকতে শুরু করেন। কিন্তু সেখানেও তিনি সমকামিতা ও রাতে স্কুলের বারান্দায় থাকতে বাধা দেওয়াই বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ইলিয়াস পাটোয়ারী নামে এক ব্যক্তিকে নলকূপের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে অবস্থান নেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে। সেখানে গত বৃহস্পতিবার ছাগলের জন্য গাছের পাতা কাটতে যাওয়া বিবি জান নামে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনার পরপরই ইয়াদকে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের টহল দল আটক করে। ওই দিন রাতেই ইয়াদ মোল্লার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করে তাঁকে সদর থানায় সোপর্দ করে র‍্যাব।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, এসব ঘটনায় হত্যা ও ধর্ষণ মামলার পর ইয়াদ মোল্লাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি তিনজনকে হত্যার কথা স্বীকার করেছেন। এরপর গতকাল জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে খুন হওয়া সালাউদ্দিন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার রহিমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ৯ ফেব্রুয়ারি তেঁতুলতলা এম কে মাধ্যমিক বিদ্যালয়ে খুন হওয়া ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নুরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারীর ছেলে। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি পোড়াহাটি গ্রামে হত্যার স্বীকার বিবি জান ওই গ্রামের আনা মিয়ার স্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত