Ajker Patrika

প্রধান আসামির আত্মসমর্পণ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ০৪
প্রধান আসামির আত্মসমর্পণ

কুলিয়ারচরে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ভাই রাহাত কবির আলম হত্যার প্রধান আসামি রকি গত সোমবার কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

৯ ডিসেম্বর নবম শ্রেণির শিক্ষার্থী ছোট বোন চুমকিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় গুরুতর আহত হন ভাই রাহাত কবির আলম (২৩)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তাঁর মৃত্যু হয়। আলমের বাড়ি কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগতচর গ্রামে। তাঁর বাবার নাম খুরশিদ আলম।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি সুজন মিয়া গত শনিবার সকালে বাদী হয়ে রকি ও শাওন নামের দুজন ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. লুৎফর রহমান জানান, রকি ঢাকার সাভারে পালিয়ে ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা-পুলিশ সাভারে অভিযান চালালে রকি সেখান থেকেও পালিয়ে যায়। এরপর সে ঢাকা এয়ারপোর্টের দক্ষিণ এলাকায় আত্মগোপন করে।

পরে সেখানেও পুলিশ অভিযান চালালে, আবারও সে পালিয়ে যায়। এমনভাবে বারবার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করা হলে অবশেষে তিনি গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-২ এ এসে আত্মসমর্পণ করে।

পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত