Ajker Patrika

পুলিশের ফাঁদে ধরা যুবক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬: ২৫
পুলিশের ফাঁদে ধরা যুবক

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফাঁদ পেতে উজ্জ্বল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল মহেশপুর থানার কুলবাগান গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, কয়েক মাস আগে কোটচাঁদপুর হ্যাচারি কমপ্লেক্সের ভেতর উজ্জ্বল হোসেনের সঙ্গে দেখা হয় শুভ হালদার নামে এক যুবকের। কথা হয় চাকরির বিষয় নিয়ে। এরপর উজ্জ্বল সেনাবাহিনীতে চাকরি জন্য প্রলোভন দেখান তাঁকে। আর এ জন্য ১ হাজার ৯০০ টাকা চান। কয়েক দিন পর উজ্জ্বল ওই যুবককে ফোন করেন, বলেন, মেজর সাহেবের সঙ্গে দেখা করতে যেতে হবে। ফোন পেয়ে তিনি চলে আসেন। এরপর উজ্জ্বল বলেন, খালি হাতে যাওয়া যাবে না। এর জন্য কিছু ফল কিনে আনতে হবে। এ কথা বলে তাঁর (ভুক্তভোগী) বাইসাইকেলটি চান। বাইসাইকেল দিয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকেন। ওই দিন যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেন শুভ। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন।

শুভ বলেন, ‘উজ্জ্বলের কাছে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও পোশাক আছে। সে এগুলো দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে।’

কোটচাঁদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, শুভ নামে এক যুবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেন তাঁরা। তিন দিন টানা অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে প্রতারক উজ্জ্বলকে গ্রেপ্তার করেন। তিনি বলেন, উজ্জ্বলের ডাক নাম রাহাত হোসেন। ওই নামে তিনি এলাকার অনেক মানুষকে ঠকিয়েছেন।

গ্রেপ্তার প্রসঙ্গে এএসআই কামাল বলেন, ‘আমি চাকরি করব। চাকরি পাইয়ে দেওয়ার জন্য তাঁর (উজ্জ্বল) সহায়তা চেয়েছিলাম। তিনি লোভে পড়ে টাকা আর কাগজপত্র নিতে আসে। এ সময় আমরা তাঁকে গ্রেপ্তার করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত