Ajker Patrika

জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ভাঙচুর

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৭
জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ভাঙচুর

অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর, খড়ের গাদা ও বরজ আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক আবুল কালাম।

অভিযোগপত্রে বিভাগদী গ্রামের মোজাহার মোল্লা (৪০), মোতাহার মোল্লা (৩০), আজাহার মোল্লা (৪৭), মোজাহার মোল্লার ছেলে বাবু (২১), আজাহার মোল্লার ছেলে রিপন (২০) এবং মোজাহার মোল্লার স্ত্রী পারুল বেগমের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আব্দুল কালাম বলেন, ‘২০১৫ সালে আমি ও আমার ভাই সালাম অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৭ শতক জমি কিনি। জমি কেনার প্রমাণস্বরূপ বিক্রয় চুক্তিনামার স্ট্যাম্প করা রয়েছে। জমি কিনে নেওয়ার সময় অভিযুক্তরা জমির সব কাগজপত্র ঠিক করে দলিল করে দেবেন বলে আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে তাঁরা বিষয়টি অস্বীকার করেন। এমনকি উল্টো আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করেন। আদালতের রায় আমাদের পক্ষে আসে। ওই রায়ে ক্ষুব্ধ হয়ে তাঁরা গতকাল পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেন। আমাকে, আমার ভাই ও ভাবিকে মারপিট করা হয়েছে। আমার অন্তঃসত্ত্বা মেয়ের শ্লীলতাহানি করেছেন তাঁরা। আমার ছোট ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।’

সরেজমিনে দেখা গেছে, আবুল কালাম ও সালামের বসতবাড়ির টিনের বেড়া ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে, গোসলখানার ইটের গাঁথুনির দেয়াল আংশিক ভেঙে ফেলা হয়েছে। এক কাঠার মতো পানের বরজ ও একটি বিচালির গাদা পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা এবং বাথরুম ভাঙচুরে ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা।

কথা বলতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাঁরা কথা বলতে রাজি হননি।

অভয়নগর থানার ওসি একে এম শামীম হাসান বলেন, ‘এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত