Ajker Patrika

নবাবগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪২
নবাবগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। শাস্ত্রমতে মাঘ মাসের পঞ্চম তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে পূজা করা হয়।

পূজাকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের পরিচর্চা। রং তুলির আঁচড়ে প্রতিমার সুন্দর রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।

বিশেষ করে ছাত্র-ছাত্রীদের জন্য এই পূজার গুরুত্ব বেশি দেওয়া হয়। তাই তাদের মধ্যে উৎসাহের কমতি নেই।

প্রতিমা শিল্পী পবন পাল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও প্রতিমা তৈরি করছি। শুক্রবার সকাল থেকে রঙের আঁচড়ে ফুটিয়ে তুলব দেবীকে। এরপর শাড়ি ও অলংকার পরিয়ে দেবীর পূর্ণ রূপ ফুটিয়ে তুলব। প্রতিটি প্রতিমা এক হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হবে।’

উপজেলার বাগমারা গ্রামের বলরাম কর্মকার বলেন, ‘আমাদের বাড়িতে প্রতিবছর সরস্বতী পূজার আয়োজন করি। এ বছরও সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুক্রবার প্রতিমা বাড়িতে আনলেই শনিবার পূজা করব। বিদ্যার দেবীর কাছে আমাদের ও পরবর্তী প্রজন্মের জন্য বিদ্যা প্রার্থনা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত