Ajker Patrika

চুরি রোধে বাজারে ক্যামেরা

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২২, ১২: ০৯
চুরি রোধে বাজারে ক্যামেরা

চুরি, ডাকাতি বা ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে মনিরামপুরের দুটি বাজারকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে।

রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজ উদ্দিন ও সচিব কৃষ্ণগোপাল মুখার্জির যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

ইউনিয়নের রোহিতা বাজারে আটটি ও মুড়াগাছা বাজারে ১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পরিষদের এ উদ্যোগে বাজার দুটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের যশোর অঞ্চলের উপপরিচালক হুসাইন শওকত ও জেলা ফ্যাসিলিটেটর আব্দুল হালিম ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ নিয়ে বাজারে সিসি ক্যামেরা স্থাপনের জন্য আমাদের পরিষদকে উদ্বুদ্ধ করেছেন।’

কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, ‘পরে ওই প্রকল্প থেকে দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে রোহিতা বাজারে আটটি ও মুড়াগাছা বাজারে ১০টি সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।’

কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, ‘গত সপ্তাহে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। রোহিতা বাজারের ক্যামেরাগুলোর ভিডিও চিত্র পরিষদে চেয়ারম্যানের কক্ষ থেকে এবং মুড়াগাছা বাজারের ক্যামেরাগুলো স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমানের ঘর থেকে পর্যবেক্ষণ করা হবে।’

কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, ‘দ্রুত স্থানীয় সরকার বিভাগের যশোর অঞ্চলের উপপরিচালক হুসাইন শওকত ও জেলা ফ্যাসিলিটেটর আব্দুল হালিম ক্যামেরা স্থাপনের কাজ দেখতে আসবেন। আশা করি, পরিষদের এ উদ্যোগে বাজার দুটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত