Ajker Patrika

ফুয়াদের সংগীত আয়োজনে ফারিয়া

ফুয়াদের সংগীত আয়োজনে ফারিয়া

অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন নুসরাত ফারিয়া। ফারিয়ার কণ্ঠে প্রথম গান শোনা যায় ২০১৮ সালে। সে বছর ফারিয়া প্রকাশ করেন নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’। অনেক আলোচনা-সমালোচনা হলেও থেমে যাননি তিনি। এখন পর্যন্ত চারটি গান প্রকাশ পেয়েছে ফারিয়ার। সর্বশেষ গত বছর প্রকাশ পেয়েছে ‘বুঝি না তো তাই’ শিরোনামের গানটি।

এবার ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতা আয়োজনে নতুন গান নিয়ে আসছেন ফারিয়া। গতকাল ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন ফুয়াদ। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেও। জানালেন নাম চূড়ান্ত না হওয়া গানটি লিখেছেন বাঁধন। ফুয়াদের সঙ্গে যৌথভাবে সংগীত প্রযোজনা করেছেন বলিউডের সঞ্জয়। 
নুসরাত ফারিয়া বলেন, ‘প্রতিবছর আমি গান রিলিজ দিই। এ বছর ব্যক্তিগত ব্যস্ততার কারণে একটু দেরি হয়েছে। এই গান নিয়ে অনেক দিন ধরে পরিকল্পনা চলছিল। গত বছর ফুয়াদ ভাই যখন বাংলাদেশে এসেছিলেন সে সময় গানটি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়।’

ফুয়াদের সংগীতায়োজনে গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘ফুয়াদ ভাইয়ের সংগীতায়োজনে গান গাওয়া আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি তাঁর অনেক বড় ভক্ত। অনেক আগে থেকেই তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। রেকর্ডিংয়ের সময় নিজেকে নিজে চিমটি কাটছিলাম, স্বপ্ন দেখছি না তো! আশা করি, দর্শকদের পছন্দ হবে গানটি।’

ফারিয়া জানান শিগগিরই গানটির ভিডিও নির্মাণ হবে। আগের গানগুলোর মতো এবারও বড় আয়োজনে নিজের গানের শুটিং করতে চান ফারিয়া। শুটিং শেষে নতুন এই গানের রিলিজ ডেট জানাবেন নুসরাত ফারিয়া।  

নুসরাত ফারিয়াফারিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটিতে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন ফারিয়া। সম্প্রতি শেষ করেছেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং। এতে ফারিয়ার সঙ্গে আছেন আরিফিন শুভ। ফারিয়া জানান, নতুন বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা চলছে। শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন নতুন কাজের খবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত