Ajker Patrika

ঝিনাইদহে প্রীতি ফুটবল ম্যাচ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৭
ঝিনাইদহে প্রীতি ফুটবল ম্যাচ

‘মাদককে না বলি ফুটবলকে আঁকড়ে ধরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। গত শুক্রবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এতে অংশ নেয় ঝিনাইদহ প্রেসক্লাব একাদশ ও সদর উপজেলা একাদশ। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এ ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মজিবর রহমান। সে সময় পুলিশ সুপার (এসপি) মুনতাসিরুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে প্রেসক্লাব একাদশ ৪-২ গোলের ব্যবধানে উপজেলাকে হারিয়ে শিরোপা অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত