Ajker Patrika

শ্রম বিক্রি হয় যে হাটে

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ৫৫
শ্রম বিক্রি হয় যে হাটে

টঙ্গিবাড়ী থেকে রহিমগঞ্জ সড়কের বিভিন্ন স্থান বৃষ্টির পানির তোড়ে ভেঙে যাচ্ছে। এ অবস্থায় ব্যস্ত সড়কটি দিয়ে রাত-দিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন।

জানা গেছে, সড়কের পাশে মসজিদের পুকুরের পানি কমে যাওয়ায় সড়কের একাংশ ধসে পড়ে। যার ফলে গভীর খাদের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে সড়কের ভাঙা স্থানে স্থানীয়রা বাঁশ পুঁতে বাঁধ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সড়কের পাশে পুকুরে গভীরতা থাকায় বাঁশও ধসে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাটি সরে গিয়ে সড়কটি বেহাল হয়ে গেছে। এতে গাড়ি চলাচল হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করে গাড়ি চলাচলের উপযোগী করা হোক।

স্থানীয় বাসিন্দা আলমগীর অভিযোগ করে বলেন, ‘সড়কটির একপাশ ধসে পড়ায় যান চলাচলে সমস্যা হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান, দ্রুত ধসে যাওয়া সড়কটি সংস্কার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত