Ajker Patrika

বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১: ১৬
বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চলতি বছরের শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী জানান, শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের তারিখ ১১ ও ১২ জানুয়ারি। ১৩ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। একই দিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত