Ajker Patrika

পেঁয়াজের চারার ফলন ভালো কাঙ্ক্ষিত দাম নেই বাজারে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১২: ১৪
পেঁয়াজের চারার ফলন ভালো কাঙ্ক্ষিত দাম নেই বাজারে

চলতি বছর তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাব উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দেখা গেলেও তেমন নেই জয়পুরহাটের পাঁচবিবিতে। তাই বীজতলায় পেঁয়াজের চারা ভালো ফলন হয়েছে। তবে বাজারে বিক্রিতে তেমন মূল্য পাচ্ছেন না কৃষকেরা। গত বছর আঁটি বিক্রি করে লাভবান হলেও এ বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন একাধিক কৃষক।

গতকাল শুক্রবার পাঁচবিবি হাটে পেঁয়াজের চারা বিক্রি করতে আসেন উপজেলার ধরঞ্জীর হাজিপুর গ্রামের কৃষক ফাজেল উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘প্রায় তিন হাজার টাকা ব্যয়ে তিন কাঠা জমিতে পেঁয়াজের চারা ফেলেছি। গত বছর ওই জমির চারা খরচ বাদে বাজারে বিক্রি করে পাঁচ হাজার টাকা লাভ করলেও এ বছর অনেক ক্ষতি হবে।’

আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের কড়িয়া গ্রামের সুলতান হোসেন বলেন, ‘গত বছর চারার আঁটি ১৫ টাকায় বিক্রি করেছি। সেই পরিমাণে আঁটির দাম এ বছর সাড়ে ৪ থেকে ৫ টাকা।’

জমিতে লাগানোর জন্য পাঁচবিবি বাজারে চারা কিনতে আসা উপজেলার কুসুম্বা ইউপির (ধুরইল) ফেচকারঘাট এলাকার আজিমদ্দিন বলেন, ‘১০ শতক জমির জন্য ৫ টাকা দরে ৪০০ আঁটি ২ হাজার টাকায় কিনলাম। গত বছর ওই জমির জন্য সাড়ে ৬ হাজার টাকায় কিনতে হয়েছিল।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান আজকের পত্রিককে বলেন, ‘উপজেলার কৃষকেরা চলতি বছর প্রায় চার হাজার হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করবে। আমরা কৃষি অফিস থেকে পেঁয়াজচাষিসহ সব চাষিকে ফসল উৎপাদনের সুপরামর্শ দিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত