Ajker Patrika

বিরোধের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৩১
বিরোধের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম

বটিয়াঘাটা উপজেলার কৃষি অফিসের পাশে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক রতন কুমার সাহাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রতন কুমার সাহা গত বুধবার সকালে বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বসত বাড়ির সীমানা ভোগ দখল করাকে কেন্দ্র করে রতনের বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তা বন্ধ করে দেয় হেতালবুনিয়া এলাকার ঠাকুর দাস বৈরাগী, সুবোধ বৈরাগী, সুব্রত বৈরাগী ও অঞ্জলি মণ্ডল। রতন রাস্তা খুলে দিতে বললে তাঁরা তাঁকে গত বুধবার সকাল ৮টার সময় কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা রতনকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সাংবাদিকের ওপর হামলার অভিযোগে ৪ জনকে আসামি করে বটিয়াঘাটা থানার একটি অভিযোগ করেন সাংবাদিক রতন সাহা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত