Ajker Patrika

নৌকার মাঝি হতে চান মাসুদ রানা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৩
নৌকার মাঝি হতে চান মাসুদ রানা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ডামাঢোল বইছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে। তেঁতুলিয়া নদী তীরের এই ইউপিতে চেয়ারম্যান হতে আগেভাগেই প্রচারণায় নেমেছেন একাধিক সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ খান রানা। তিনি নৌকার মাঝি হতে চান। এজন্য তার ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। ।

দুর্গাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান গাজী সাংবাদিকদের বলেন, দলের দুঃসময়ে অবদান রেখে দুর্গাপাশা ইউনিয়নবাসীর কাছে বেশ জনপ্রিয় মাসুদ খান রানা। পারিবারিকভাবেই তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর তিন ভাই দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে রয়েছেন।

জানা গেছে, মাসুদ খান রানা মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহসভাপতি। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুর্গাপাশা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল খান বলেন, সর্বস্তরের মানুষের খোঁজ-খবর নিচ্ছেন। তিনি জনদরদি মানুষ।

দুর্গাপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাসুদ খান রানা বলেন, ‘দলের সমর্থনে জনপ্রতিনিধি হয়ে দুর্গাপাশা ইউনিয়নবাসীর সেবা করতে চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ