Ajker Patrika

কুমারখালী মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ১০
কুমারখালী মুক্ত দিবসে বিজয় শোভাযাত্রা

কুষ্টিয়ার কুমারখালী মুক্ত দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালী পৌরসভা, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, উপজেলা মহিলা পরিষদ, নাগরিক পরিষদ ও প্রজন্ম ৭১–এর যৌথ আয়োজনে বিজয় শোভাযাত্রা হয়।

শোভাযাত্রাটি উপজেলার হলবাজার থেকে শুরু হয়ে গণ মোড়, স্টেশন বাজার, থানা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমারখালী স্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত