Ajker Patrika

চাল নিতে হট্টগোল, ‘থাপ্পড়’ মেরে সমাধান চেয়ারম্যানের

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
চাল নিতে হট্টগোল, ‘থাপ্পড়’ মেরে সমাধান চেয়ারম্যানের

নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনতে গিয়ে ডিলারের সঙ্গে দ্বন্দ্বের জেরে সালেক হোসেন (৩৫) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তাঁর মা সহিদা বাদী হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, ডিলারসহ সাতজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সালেক উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সালেক হোসেন বলেন, তিনি গত সোমবার দুপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল নেওয়ার জন্য ভবানীপুর বাজারে ডিলারের ঘরে যান। এ সময় লাইনে দাঁড়ানো এক নারী চাল নিতে এক হাজার টাকার নোট বের করে দেন। এতে ডিলার ওই নারীকে ভাংতি টাকা দিতে বলেন। ওই সময় ডিলারদের কাছে কেন ভাংতি টাকা নেই, এমন মন্তব্য করলে ডিলার ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে সালেককে মারধর করেন এবং লাইন থেকে বের করে দেন। পরে চাল না নিয়েই সালেক বাড়িতে ফিরে যান।

এ ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেনসহ কয়েকজন সালেককে বাড়ি থেকে ডেকে ভবানীপুর বাজারে নিয়ে এলে চেয়ারম্যান মামুনুর রশিদসহ কয়েকজন তাঁকে লাঠি দিয়ে মারধর করেন।

সালেক আরও বলেন, তৎক্ষণাৎ চিকিৎসা নিতে চাইলে চেয়ারম্যান ও তাঁর লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে চিকিৎসা নিতে দেননি। পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।

ডিলার আব্দুর রশিদ বলেন, ‘সালেক চাল নিতে এসে ভাংতি টাকা নিয়ে গালাগাল করেন। এ সময় গোলমাল থামাতে তাঁকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। পরে চেয়ারম্যান তাঁকে ডেকে চড়থাপ্পড় মেরে সমাধান করে দিয়েছেন।’

স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, চাল নিতে গিয়ে ডিলারের সঙ্গে যে ঝামেলা হয়েছিল, তা সমাধানের জন্য সালেককে বাড়ি থেকে ডাকা হয়। পরে চেয়ারম্যান তাঁকে চড়থাপ্পড় দিয়ে সমাধান করে দেন।

চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ডিলারের ঘরে চাল নিতে গিয়ে হট্টগোল করছিলেন সালেক। তাঁরা শুধু হট্টগোল থামিয়ে সমাধান করে দিয়েছেন। সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত