Ajker Patrika

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ৪৫
ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশি অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দির গ্রাম্য সড়কের দুদিক থেকে থেকে ঘিরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ওই যুবকেরা হলেন, কুষ্টিয়ার বিত্তিপাড়ার জনি আহমেদ (২৭), কুষ্টিয়া শহরের মাহবুব (৪০), খোকসা উপজেলার বাচ্চু মিয়া (২৭), কুষ্টিয়ার দাগোলা গ্রামের রকি ইসলাম (২৬)।

স্থানীয় বাসিন্দা ও ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, মুলাডুলির আড়কান্দি এলাকায় গরু চুরি ও ডাকাতি ঠেকাতে সম্প্রতি গ্রামবাসী সেখানে রাত্রিকালীন পাহারা ব্যবস্থা চালু করেন। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই গ্রাম্য সড়ক দিয়ে একটি প্রাইভেট কারে করে কয়েকজন যুবককে চলাচল করতে দেখে পাহারাদার দলের সন্দেহ হয়। তাঁরা গাড়িটি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই যুবকেরা অসংলগ্ন কথাবার্তা বলেন। এত রাতে গ্রামের ভেতরে বারবার ঘোরাঘুরির কারণ সম্পর্কেও তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় তাঁরা প্রাইভেট কারের ভেতরে কিছু দেশি অস্ত্র লুকিয়ে রাখতে দেখে ভয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেন। ওই সময় যুবকেরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। এদিকে পাহারাদারের চিৎকার শুনে গ্রামবাসী একত্র হয়ে আরকান্দি সড়কে দুদিক থেকে ধাওয়া করে চারজনকে আটক করেন। পরে প্রাইভেট কারটি ভাঙচুর ও তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ চারজনকে আটক করে ঈশ্বরদী থানায় নিয়ে আসে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ওই যুবকেরা বিভিন্ন সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে তিনটি বড় চাকু, দুটি হাঁসুয়া, একটি কাটার, লোহার রডসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের সঙ্গে জড়িত স্থানীয় আরও একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত