Ajker Patrika

বোরোখেতে পোকার আক্রমণ ফলন কমার শঙ্কা কৃষকের

সনি আজাদ, চারঘাট 
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪: ১২
বোরোখেতে পোকার আক্রমণ ফলন কমার শঙ্কা কৃষকের

চারঘাটের বিভিন্ন এলাকায় বোরোখেতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ ও মাইন পচা রোগ। ফলে কৃষকেরা ভালো ফলন নিয়ে শঙ্কার পাশাপাশি পোকার আক্রমণ থেকে গাছ রক্ষায় ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ থেকে তাঁদের সহযোগিতা করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর চারঘাটে ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। চাষাবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও কয়েকটি এলাকায় আংশিক সেচের অভাব রয়েছে।

উপজেলার শলুয়া, নিমপাড়া ও সদর ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ধানগাছের মাজরা ও এক ধরনের পোকা ধানের মাইন কেটে দিচ্ছে। অনেক জায়গায় পোকা পাতা ছিদ্র করছে। এ ছাড়া পাতা শুকিয়ে বাদামি রং ধারণ করছে। কৃষি অফিসের পরামর্শমতো কীটনাশক ছিটিয়েও ফল পাচ্ছেন না কৃষকেরা।

চাষিরা জানান, ধানের চারা সবেমাত্র বড় হতে শুরু করেছে। এরই মধ্যে ব্যাপক আকারে শুরু হয়েছে পোকার আক্রমণ। পোকা থেকে ফসল রক্ষায় বাজারে পাওয়া কীটনাশক জমিতে ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না।

কৃষকেরা বলছেন, চাষ ও সেচে এ বছর বোরো আবাদে বাড়তি খরচ গুনতে হচ্ছে। তার মধ্যে এখন পোকা আক্রমণ করেছে। তাঁদের আশঙ্কা, সময়মতো পোকা দমন করতে না পারলে বোরো উৎপাদন ব্যাহত হবে।

নিমপাড়া ইউনিয়নের কৃষক খইবার আলী জানান, তিনি এবার তিন বিঘা জমিতে বোরো চাষ করেছেন। আবাদি জমির প্রায় পুরোটাই পোকার আক্রমণের শিকার হয়েছে। কৃষি অফিসের লোকজন এসে পরামর্শ দিয়ে পোকা দমনে কীটনাশক ছিটানোর কথা বলছেন। তবে এসব কীটনাশক ছিটিয়েও পোকা দমন করা যাচ্ছে না। প্রতিবার কীটনাশক ছিটাতে অনেক টাকা খরচ হচ্ছে। কিন্তু তেমন উপকার পাওয়া যাচ্ছে না।

সদর ইউনিয়নের কৃষক মোজাম্মেল হক বলেন, ‘সার ও ডিজেলের বাড়তি দামের কারণে অনেক টাকা খরচ করে এবার বোরো চাষ করেছি। অনেক পরিচর্যাও করেছি। তারপরও পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পোকা ধানগাছের জন্য ক্ষতিকর। পোকা থেকে ফসল রক্ষায় কৃষি অফিস থেকে আমাদের সহযোগিতা করা হোক।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার জানান, মূলত এই সময়ে মাজরা পোকা দেখা দেয়। ধানের শিষ বের হওয়ার আগে পোকা গাছ কাটলে সেই গাছ আবার নতুন করে গজাবে। পোকার আক্রমণ থেকে গাছ রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া পোকা দমনে ইউনিয়ন পর্যায়ে কৃষি বিভাগের কর্মীরা কাজ করছেন। পোকা দমনে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত