Ajker Patrika

থানায় গিয়ে নির্যাতনের অভিযোগ জানালেন বৃদ্ধা

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৮: ১৭
থানায় গিয়ে নির্যাতনের অভিযোগ জানালেন বৃদ্ধা

সত্তরোর্ধ্ব ছেবারন বেওয়া। পাঁচ সন্তান তাঁর। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। আরেক মেয়ে চিরবিদায় নিয়েছেন আগেই। ছেলেকেও বিয়ে দিয়েছেন। বৃদ্ধ স্বামী শেষ বিদায় নেওয়ার পরই শুরু হয় ছেলে আর বউয়ের নানা নির্যাতন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কাজীপুর থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেন।

পুলিশ বলছে, ছেলের বউ তাঁর শাশুড়িকে আর নির্যাতন করবেন না বলে কথা দিয়েছেন। যদি এর ব্যত্যয় ঘটে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছেবারন বেওয়া সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের প্রয়াত মেছের আলী ওরফে মেছুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেবারন বেওয়ার স্বামী মারা যাওয়ার পর থেকেই ছেলে ও ছেলের বউ নির্যাতন করতে থাকেন তাঁকে। বৃদ্ধা মাকে ভরণপোষণ দেন না ছেলে আসাদুল ইসলাম। এদিকে সুযোগ পেলেই গায়ে হাত তোলেন ছেলের বউ চুম্বুলী। ছেলের ঘরে থাকার জায়গাও পাননি তিনি। তাই তাঁর মেয়ে একটি ঘর তুলে দিয়েছেন মাথা গোঁজার জন্য।

ছেবারন বেওয়া বলেন, ‘আমার ব্যাটা আসাদুল আমাক ভাত কাপড় দেয় না। মধ্যেমধ্যে ব্যাটার বউ চুম্বুলী আমাক ধইরা মারে। আমি এতো নির্যাতন সহ্য কইরবার পারতেছি না। তাই আইজকা থানাত গেছিলাম। পুলিশের কাছে বিচার দিবার।’

ছেবারন বেওয়া আরও বলেন, ‘ওসি সাহেব আমাক টাকা দিছে, খাইবার দিছে, কাপড় কিনা দিছে। আমাক সাথে নিয়া বাড়িত রাইখা গ্যাছে। আর ব্যাটার ভউয়েক বইলা গ্যাছে আমাক ভাত কাপড় দিবার।’

ছেবারনের ছেলের বউ চুম্বুলী বলেন, ‘ভুল বুইঝবার পারছি। পুলিশ আইসা সতর্ক কইরা গ্যাছে। আমার শ্বড়িক আর কষ্ট দিমু না।’

স্থলবাড়ি গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ছেবারনকে বিধবা ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। তাঁর ছেলে আর ছেলের বউ ভাত কাপড়, থাকার জায়গা দেয় না। এ নিয়ে অনেকবার তাঁর ছেলেকে বলা হয়েছে কিন্তু কাজ হয়নি।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, সকালে ওই বৃদ্ধা পুরোনো একটি ছেঁড়া কাপড় পরে থানায় আসেন। তিনি মৌখিকভাবে অভিযোগ করে বিষয়গুলো খুলে বলেন। ছেবারনের ছেলে বউ তাঁর শাশুড়িকে আর নির্যাতন করবেন না বলে কথা দিয়েছেন। যদি এর ব্যত্যয় ঘটে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত