Ajker Patrika

ভূমিহীন পরিবারকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ২৬
ভূমিহীন পরিবারকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

সাতক্ষীরার দেবহাটার নাজিরের ঘের এলাকায় সরকারি জমি দখলে নিতে এক ভূমিহীন পরিবারকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী পরিবার দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

পারুলিয়া ইউনিয়নের উত্তর নাজিরের ঘের গ্রামে রাস্তার পাশে সরকারি জমিতে বসবাসরত প্রয়াত রমজান আলী গাজীর স্ত্রী শাহানারা জানান, প্রায় ৪০ বছর ধরে সে এবং তাঁর পরিবার সরকারি রাস্তার পাশে প্রায় ২৫ শতক খাস জমিতে বসবাস করছে। হাঁস-মুরগি পালন ও সবজি চাষ করে করে তারা জীবিকা নির্বাহ করে। তাঁর স্বামী না থাকায় গেল কয়েক বছর ধরে তাঁর ভোগ দখলিয় ওই জমির ওপর কুনজর পড়ে স্থানীয় ঘের মালিক হাফিজুলের। হাফিজুল সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাঁর জামাতা দক্ষিণ নাজিরের ঘের গ্রামের সালেক মোড়ল তাঁর শ্বশুরের ঘের দেখাশোনার দায়িত্ব নেন। সম্প্রতি সালেক মোড়ল শাহানারার একমাত্র অবলম্বন খাস জমিটুকু দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। তাঁদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকিসহ উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। গত রোববার সালেক মোড়ল আকর্ষিক ওই জমিতে ঢুকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে দেন এবং তাঁদের ভিটে ছেড়ে চলে যেতে হুমকি দেয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত