Ajker Patrika

জকিগঞ্জে স্বাস্থ্যবিধি মানছে না কেউ

জকিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ১০
জকিগঞ্জে স্বাস্থ্যবিধি মানছে না কেউ

জকিগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের দেওয়া বিধিনিষেধ মানছে না কেউ। হাট-বাজার, হোটেল, রেস্তোরাঁ, গণপরিবহনসহ সব জায়গাতেই উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। কেউ মানছে না সামাজিক দূরত্ব।

সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব ধরনের জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। গণপরিবহনে আসনসংখ্যার বেশি যাত্রী বহন করা যাবে না। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ ছাড়া সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলার জকিগঞ্জ বাজার, কালীগঞ্জ বাজার, শাহগলি বাজার ও হাসপাতালসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। আসনসংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে জকিগঞ্জ-সিলেট, জকিগঞ্জ-কালীগঞ্জ, জকিগঞ্জ-শেওলা সড়কের বাসে। বিভিন্ন রেস্তোরাঁয় আগের মতোই জটলা বেঁধে খাবার খাচ্ছে মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।

জকিগঞ্জ বাজারে ক্রেতা মইনুল ইসলাম মাস্ক ছাড়াই সবজি কিনতে দেখে জানতে চাইলে তিনি বলেন, কেউ আর ইতা (মাস্ক) পররা না। একলা পরতে কিলান কিলান লাগের।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশের ভূমিকা দেশবাসীর জানা আছে। বিধিনিষেধ কার্যকর করতে আমরা আরও সক্রিয় হব। সবার আগে মানুষকে নিজের স্বার্থেই সচেতন হতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত