Ajker Patrika

নৌকার নির্বাচনী অফিসে আগুন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৩
নৌকার নির্বাচনী অফিসে আগুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওয়াসী এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মো. হাফিজুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে হাফিজুরের দাবি, নৌকা সমর্থিত লোকজন তাঁর সমর্থকদের হুমকি ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। গত সোমবার রাতের আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হাফিজুর পান্টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তাঁর দাবি, সোমবার রাত ১০টার দিকে নৌকা সমর্থিত লোকজন প্রায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে হাতুড়ি ও দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর এলাকা ও সমর্থককে হুমকি দিয়েছে এবং পোস্টার ছিঁড়েছে।

এ বিষয়ে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লা বলেন, ‘বিএনপি থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান ও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমানের আদেশে আমার ৭ নম্বর ওয়ার্ডের নৌকার অফিসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।’

মান্নান আরও বলেন, ‘আমি ও আমার সমর্থকেরা কারও পোস্টার ছিঁড়েনি। হুমকি–ধমকিও দিইনি। স্বতন্ত্র প্রার্থী মিথ্যা বলছেন।’

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর বলেন, ‘আমরা কোনো অফিসে আগুন দিইনি। বরং নৌকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমার লোকজনকে হুমকি–ধমকি দিচ্ছে। পোস্টার ছিঁড়ছে।’ তিনি আরও বলেন, ‘ঝামেলার ভয়ে এখনো ভোট চাইতে যাইনি। তবুও এমন করছেন তাঁরা। আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। থানায় জিডি করব।’

এ বিষয়ে পান্টি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ‘নৌকা প্রার্থীকে হুমকি–ধমকির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু অফিস পোড়ানোর কোনো অভিযোগ পাইনি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মৌখিক অভিযোগ দিয়েছেন।’

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কুমারখালী উপজেলায় ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত