Ajker Patrika

চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ৩৮
চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। এখানে ৯ ইউপিতে নৌকার বিপরীতে প্রার্থী হয়েছেন ১১ বিদ্রোহী। যে কারণে নৌকার মনোনীত প্রার্থীদের ভোটে জয় পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে আজ শুক্রবার দিবাগত রাত ১২টায় শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী রোববার অনুষ্ঠিত হবে এসব ইউপির ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তৃতীয় ধাপের এই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। যে কারণে নৌকার মনোনীত প্রার্থীদের ভোটে জয় পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

তৃণমূলের একাধিক নেতা জানান, দলের ভেতরে ষড়যন্ত্রকারীরা নৌকার ভরাডুবি ঘটাতে বেছে বেছে দুর্বল প্রার্থীকে মাঠে নামিয়ে দিচ্ছেন। মুখে নৌকার জয় জয় করলেও তলে তলে তাদের পক্ষে কাজ করছেন বেশির ভাগ নেতা-কর্মী।

জানা গেছে, উপজেলায় ৯ ইউনিয়ন পরিষদের মধ্যে আওয়ামী লীগের ১১ জন বিদ্রোহী প্রার্থী। ষাটনল ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ কে এম শরীফ উল্লাহ সরকারের বিপক্ষে লড়বেন দলের বিদ্রোহী প্রার্থী ফেরদাউস আলম সরকার। সাদুল্লাপুর ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান লোকমান আহমেদ মুনশির বিরুদ্ধে লড়বেন বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবায়ের আজিম পাঠান স্বপন। বাগানবাড়ি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া।

বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন। কলাকান্দা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম কাদির মোল্লার সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী সোবহান সরকার সুভা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখলাছপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী গিয়াস উদ্দিন গাজী ও সাইফুল ইসলাম লিমন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফতেপুর পূর্ব ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী নুরুল ইসলাম পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফরাজীকান্দি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করীমের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ ও কামাল হোসেন গাজী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুলতানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট হাবিবা ইসলাম সিফাতের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী আবু বকর সিদ্দিক খোকন ও নাজিম উদ্দিন সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। গজরা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহীদ উল্লার মাস্টারের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী মফিজুল ইসলাম দেওয়ান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মতলব উত্তর উপজেলার ১৪ ইউপির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। জহিরাবাদ ইউপি নির্বাচন উচ্চ আদালতের আদেশে নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত রেখেছেন।

মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীগণ সাধারণ ছুটির আওতায় থাকবেন। এ ছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন সাধারণ নাগরিকরা।

ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আগামীকাল প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে।

ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত